Monday, 28 July 2025

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধের ডাক


তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি

ট্রাফিক পুলিশের দমনমূলক আচরণ, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এবং বিনা নোটিশে গাড়ি আটকের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এমন প্রেক্ষাপটে সিএনজি মালিক ও চালকেরা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।


সোমবার সন্ধ্যায় শহরের মেড্ডা এলাকায় মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংগঠনের নেতারা।


সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন,

“গত দুই দিন আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেছি। আজ বিকেলে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হলেও কোনো কার্যকর অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে সড়কপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ পালন করা হবে।”


এ সময় আরও উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম এবং সাধারণ সম্পাদক স্বপন মিয়া।


জেলা জুড়ে পূর্বঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে রোববার সকাল থেকেই বন্ধ রয়েছে সিএনজি চলাচল। শহরের প্রধান প্রধান স্ট্যান্ডগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।


শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যতক্ষণ না প্রশাসন তাদের দাবির ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।