Tuesday, 8 July 2025

‘তামিম ভালো বন্ধু, রুবেল বেস্ট ফ্রেন্ড’ - সাকিব আল হাসান


খেলা ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার বন্ধুতা এবং শত্রুতা বহুল আলোচিত বিষয়। তামিম তো অবসরই নিয়েছেন, সাকিব সব ফরম্যাট থেকে অবসর না নিলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। তারপরও ঘুরে ফিরে আসে সাকিব-তামিমের সম্পর্ক। তাই আবারও সাকিবকে মুখ খুলতে হলো।


ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় পর্যন্ত দুজনে ছিলেন হরিহর আত্মা। তারপর দুজনের সম্পর্কের অবনতি হতে হতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। অবশ্য বেশ কয়েকমাস আগে তামিম যখন হৃদরোগে আক্রান্ত হন তখন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা সাকিবও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন।


সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সাথেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারা আমার ভালো বন্ধু। কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি।’


ক্রিকেটাঙ্গনে কি তাহলে সাকিবের কোনো বেস্ট ফ্রেন্ড নেই? সাকিবের জবাব, ‘এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনও আছে।’