Thursday, 17 July 2025

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


শিক্ষা ডেস্ক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল (প্রাক্তন বঙ্গবন্ধু হল) সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে পুকুরে মরদেহটি ভেসে উঠে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি বিশ্ববিদ্যালয় আল-কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর। তিনি শহীদ জিয়াউর রহমান হলের শান্তিনিকেতন ব্লকের আবাসিক শিক্ষার্থী বলে জানা যায়।বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ জানান, মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকঘণ্টা ডুবে থাকার পর ভেসে উঠেছে।


ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি জানানো মাত্রই আমি ও আমার অফিসাররা ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।