বিজয়নগর আউলিয়া বাজার জামায়াতে ইসলামী ব্রাক্ষণবাড়িয়া-৩আসনের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া(সদর-বিজয়নগর)-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ছাত্র নেতা অধ্যাপক জুনায়েদ হাসানের উপস্থিতিতে পাহাড়পুর ১০নং ইউনিয়ন আউলিয়ার বাজার শাখার উদ্যোগে নির্বাচনী গণ সংযোগের অনুষ্ঠিত হয়।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুব বিভগের সভাপতি সোহরাবুর রহমান নিপু, উপস্থিত ছিলেন পাহাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী ইব্রাহিম,উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সেক্রেটারির ড.আনুয়ার হোসেন খাদেম, উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ইসহাক সরকার,উপস্থিত ছিলেন বিজয়নগর ওলামা বিভাগের সেক্রেটারির মাও: নুরুল্লাহ, উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ছাত্র নেতা শরিফুল মোহাম্মদ ইউনুস, উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়নের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলামিন, উপস্থিত ছিলেন শ্রীপুর মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম, উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা নেতৃবৃন্দ ও আরও অনন্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান সকল নেতাকর্মীদের নিয়ে আউলিয়ার বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও প্রান্তিক মানুষের নিকট দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চাঁদা,জুলুম, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার অবদান রাখবেন। ন্যায় ইনসাফ, শিক্ষা, প্রগতিশীল জাতি গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাবে।
পরিশেষে, তিনি সকলকে একটি সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।"