Saturday, 12 July 2025

লেবাননে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননে ১০ কোটি ডলারের (১০০ মিলিয়ন ডলার) সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এর মধ্যে এ-২৯ সুপার টুকানো বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। খবর আনাদুলুর। 


ডিফেন্স সিকিউরিটির কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য দক্ষিণ লেবাননে সশস্ত্র বাহিনী (এএএফ) মোতায়েন করা হয়েছে। এ-২৯ রক্ষণাবেক্ষণের এই বিক্রি এএএফের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে। বিমানটি স্থলভাগের কৌশলগত অভিযানের অংশ হিসেবে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদানের পাশাপাশি মনুষ্যবাহী গোয়েন্দা, নজরদারি ও রিকনেসান্স (আইএসআর) কার্যক্রমে ব্যবহৃত হয়।প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রকল্পের প্রধান ঠিকাদার হবে নেভাদার স্পার্কসের সিয়েরা নেভাদা কর্পোরেশন (এসএনসি)।