Wednesday, 30 July 2025

ফকিরেরপুলকে নিয়ে বিপাকে পড়েছে বাফুফে!


খেলার রিপোর্টার

গত মৌসুমে এক উজবেক ফুটবলারকে চুক্তির অর্থ পরিশোধ না করায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর দলবদলে নিষেধাজ্ঞা দেয় ফিফা। সেই টাকা এখানো পরিশোধ করেনি ক্লাবটি। দলবদল কার্যক্রমেও ক্লাবটির সাড়া পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিে ফকিরেরপুলকে নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে বাফুফের লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী আজ বলেন, ‘১৪ই আগস্ট দলবদলের শেষ সময়। ফকিরেরপুলের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। তারা নিষেধাজ্ঞা কাটিয়ে নিবন্ধন করবে কিনা এ নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আনুষ্ঠানিক বৈঠকও করবো। প্রয়োজনে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।’



ফকিরেরপুলের সাধারণ সম্পাদক আহমদ আলী অবশ্য এখনো লীগে খেলার আশা করছেন। তিনি বলেন, ‘উজবেক খেলোয়াড়ের বকেয়া ও জরিমানা মিলিয়ে ২৫ লাখ টাকার মতো বিষয়। আমরা সেটা দ্রুত পরিশোধের চেষ্টা করছি। ইতিমধ্যে নতুন মৌসুমের জন্য কয়েকজন খেলোয়াড়ও নিয়েছি। প্রিমিয়ার লীগ খেলবো ইনশআল্লাহ্‌।’ ফকিরেরপুল ইয়ংমেন্স ঐতিহ্যবাহী ক্লাব হলেও ক্যাসিনো কাণ্ডে ভাবমূর্তি ছিল নেতিবাচক। সেটা কাটিয়ে চ্যাম্পিয়নশিপ লীগ থেকে গত বছর প্রিমিয়ারে উঠেছিল। ঢাকা ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকতে না পারলেও ফকিরেরপুল টিকে আছে। এখন যদি ফকিরেরপুল ফিফা নিষেধাজ্ঞা না কাটাতে পারে এবং দল গঠনে ব্যর্থ হয় সেক্ষেত্রে অবনমিত হওয়া ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকে থাকার সুযোগ পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। কারণ বাফুফে প্রিমিয়ার লীগ ১০ ক্লাব নিয়ে পরিচালনা করতে চায়। নতুন মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। লীগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এতে মুখোমুখি হবে। নিয়ম অনুয়ায়ী লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের ভেন্যু কুমিল্লায় ম্যাচ হওয়ার কথা। ১২ই সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের সম্ভাব্য দিনক্ষণ রয়েছে। ৯ই সেপ্টেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবলের সূচি পেছানোর জোর সম্ভাবনা রয়েছে।