Thursday, 17 July 2025

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা ঘরের মাঠে টনিকের কাজে দেবে


খেলার মাঠে রিপোর্ট

টি-টোয়েন্টি সিরিজ জয় করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জিতেছে টাইগাররা। যে কারণে এই সিরিজ জয় বাড়তি উন্মাদনা যোগ করেছে টাইগারদের মাঝে। বিশেষ করে ঘরের মাঠে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে লঙ্কাকে তাদের মাঠে সিরিজে হারানো টনিক হিসেবেই কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক লিটন কুমার দাস। 


আজ যখন বাংলাদেশ দল দেশের মাটিতে পা রাখে এরপরই বিসিবি থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষনা করে। যদিও তাতে ছিল না কোন চমক। কারণ জানা ছিল শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারানো টাইগার দলে আপাতত কোন পরিবর্তন হচ্ছে না, এর আরও একটি কারণ উইনি কম্বিনেশন নির্বাচক বা কোচ বদলাতে সম্মতি দেয় না। 


তাই আগের কম্বিনেশন নিয়েই মিরপুরের উইকেটে নামবে লিটনের বাংলাদেশ দল। অন্যদিকে অতিথি পাকিস্তান তো বুধবারই ঢাকা পা রেখেছে। তবে ভ্রমণ ক্লান্তির জন্য অনুশীলনের নামেনি অতিথি দল। আর স্বাগতিক বাংলাদেশ তো টানা প্রায় দেড় মাস লঙ্কা সফর শেষে দেশে ফিরেছে। আপাতত অনুশীলনের না নামলেও চলবে। কারণ পুরো দলই খেলার মধ্যেই আছে। তবে ২০ জুলাই ১ম টি-টোয়েন্টি ম্যাচের আগে দুই দলই অনুশীলনে কাল মিরপুওে নামবে। এদিকে দেশে ফেরার পর গতকাল বিমান বন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর যেভাবে তারা ঘুরে দাঁড়াল তা দুর্দান্ত, খুবই ভালো। খুব ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই দলের ওপর। আমরা যদি এদেরকে সমর্থন দিই, এই দল নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারব।' 


দলের আত্মবিশ্বাস ও মনোবলের ক্ষেত্রে এই জয় গুরুত্বপূর্ণ জানিয়ে নাফিস বলেন, 'শতভাগ মোটিভেটেড এই ধরনের জয় দলের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম-দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজ জেতা।' তবে আত্মতুষ্টিতে ভাসতে চাননা নাফিস, 'আমরা এক দিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। ওইভাবেই কথা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। এরকম না যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেবল আজকের দিনটা (গতকাল) বিশ্রাম নিয়ে কালকে থেকে (আজ) যে যার কাজে আবার নেমে যাবে।' আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান সিরিজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 


বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।