Sunday, 3 August 2025

সুপ্রিম কোর্টে অস্ত্র নিয়ে প্রবেশ, আটক ২ জন


ক্রাইম ডেস্ক :

বৈধ অস্ত্রসহ সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশের ঘটনায় দুজনকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স।রবিবার (৩ আগস্ট) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয়। দুজনেরই অস্ত্রের লাইসেন্স রয়েছে।আটকৃতদের একজন হলেন ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)।তাকে সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।


অপরজন মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনো ছাড়া পাননি তিনি।পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।