আন্তর্জাতিক ডেস্ক :
আগ্রাসন বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার (৬ আগস্ট) মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কো সফরের সময় তিনি এই আহ্বান জানান। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-৭ ভুক্ত দেশগুলোর হাতে থাকা সব উপায় শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ।ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন রাজনৈতিক সদিচ্ছা দেখতে পাচ্ছে। একইসঙ্গে আমেরিকাসহ আমাদের অংশীদার যারা সাহায্য করছেন, তাদের সবার প্রচেষ্টার প্রশংসা করে।