দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 2 August 2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি


আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। এ নিয়ে গোপন চুক্তির গুঞ্জন ছড়ালে তা নাকচ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সব আলোচনা হয়েছে।


শুক্রবার (১ আগস্ট) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে বশিরউদ্দীন বলেন, আমরা যা করেছি, দেশের স্বার্থে করেছি-যুক্তরাষ্ট্রও তাদের স্বার্থ বিবেচনা করেছে। চুক্তির বিস্তারিত প্রকাশের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সম্মতিতে শিগগিরই যৌথ বিবৃতি দেওয়া হবে।


চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত থাকলে তা আলোচনায় সমাধান করা হবে বলেও জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধিদলের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা নিজেদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবেন না।


যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কেনার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো বোয়িংয়ের কথা বলেনি। বরং তারা খাদ্য, কৃষিপণ্য ও জ্বালানিতে আগ্রহ দেখিয়েছে। এভিয়েশন খাতের সংস্কার ও স্বচ্ছতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের মেয়াদে এ খাতের কাঠামোগত সংস্কার হবে, যা ভবিষ্যতের জন্য সহায়ক হবে।