Saturday, 2 August 2025

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার


ক্রাইম ডেস্ক :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে আলোচিত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুজন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রুমান বেপারী (৩২) ও  মো. আবির হোসেন (২৮)।


ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুমান ও আবিরকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা একটি টিম।


গত ৯ জুলাই বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জন এবং র‍্যাব দুজনকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া দুজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।