Thursday, 7 August 2025

পুঁজিবাজারে ৬৭ শতাংশ কোম্পানির দরপতন


অর্থনীতি ডেস্ক :

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৩ দশমিক শূন্য আট পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ।


তবে আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে বেড়েছে মূলধনের পরিমাণ। অন্যান্য খাতের কোম্পানির তুলনায় ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের মূলধন বেশি, শেয়ার সংখ্যাও বেশি। এই দুই খাতে অধিকাংশ কোম্পানির শেয়ার যেদিন দরপতন হয় সেইদিন পুঁজিবাজারে চিত্রও মন্দা লক্ষ্য করা যায়। 


এই পর্যন্ত ৩৬টি ব্যাংক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে আজ ২৮টি বা ৭৮ শতাংশ ব্যাংক কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ৫৮টি বিমা প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। 


এর মধ্যে আজ ৪৯টি বা ৮৪ শতাংশ বিমা কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। এছাড়া টেলিযোগাযোগ খাতের শতভাগ কোম্পানির শেয়ারের দরপতন ঘটে এদিন। ৩টি টেলিযোগাযোগ কোম্পানির মধ্যে সবটির দরপতন হয়েছে। বেশির ভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে আজ। 


ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৬ পয়েন্ট। এরপর পতন গতি আরও বাড়ে। 


লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৬৩ দশমিক শূন্য আট পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪০৮ দশমিক শূন্য সাত পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৭ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৭ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭০ দশমিক ৪৩ পয়েন্টে।


আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ৭৯ কোটি ২১ লাখ টাকা। 


গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ ১৩ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির এবং কমেছে ২৬৮ টির বা ৬৪ দশমিক ৩৪ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।


আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩১ কোটি ৩৮ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৭ কোটি ২৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ৫২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ১৩ লাখ টাকা এবং যমুনা ব্যাংকের ১৪ কোটি ৭৭ 


লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে আইসিবি  থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৮৪ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।