Sunday, 3 August 2025

বেনাপোলে দেশীয় অস্ত্রসহ যুবক আটক


ক্রাইম ডেস্ক :

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে হাফ ডজন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও চুরির সরঞ্জামসহ চোরচক্রের প্রধান সাজুকে (২৭) আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কাগমারী গ্রামের জেলামারির মাঠের একটি ঘের থেকে তাকে আটক করা হয়। আটক সাজু যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বাসিন্দা। বিষয়টি রোববার (৩ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।


পুলিশ জানান, সাজুর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে বার্মিজ চাকু, কাঠের বাটযুক্ত লোহার ছোরা, চাইনিজ কুড়াল, দা, রেঞ্জ, হাতুড়ি, গ্যাসটন, চোরাই মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম দিয়ে তিনি এলাকায় ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধ করতেন।


এর আগে, গত ৩১ জুলাই গভীর রাতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সাদীপুর রোডে শেখ সুপার মার্কেটের বিকাশ ব্যবসায়ী আখতারুজ্জামানের ঘরে চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী শনিবার থানায় মামলা করেন।