Sunday, 3 August 2025

বিজয়নগরে সড়কে প্রাণ গেল ৫ জনের


জহির শাহ্ব্রা হ্মণবাড়িয়া প্রতিনিধি

বেপরোয়া গতির বলি ২ আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দ্রুতগতির দুটি মোটরসাইকেল ও বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায়।


নিহতদের মধ্যে চারজন ছিলেন মোটরসাইকেল আরোহী, একজন ছিলেন সিএনজির যাত্রী। এখনো তাদের কারো পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দুটি মোটরসাইকেল খুবই দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিটির সঙ্গে সেগুলোর একটির সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে অপর মোটরসাইকেলটিও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান।


তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। বাকি দুজনকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানেই মৃত্যু হয় তাদের।


খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।


খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, “এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”


এলাকাবাসীরা অভিযোগ করেন, মহাসড়কের এই অংশে প্রতিনিয়তই যানবাহন চলাচল করে বেপরোয়াভাবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে কোনো গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।


তারা দ্রুত গতিনিয়ন্ত্রক স্পিডব্রেকার, ট্রাফিক চৌকি এবং নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।