জাতীয় প্রতিনিধি :
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।
বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পণ্য আসতে আসতে দাম বেড়ে যায়, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়। এ সময় তিনি আলুর পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানান।