জীবনের গল্প :
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বৃষ্টির মধ্যেই সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম। স্থানীয় প্রভাবশালী লোকজন এই লুটপাটে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা।
দুদক সিলেটের উপ-পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে দুদক। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রকাশ্যে লুট করা হয় সাদাপাথর। গত ১৫ দিনে একেবারে বিরানভূমিতে পরিণত করা হয়েছে পর্যটন কেন্দ্রটিকে। লুট করা হয়েছে কয়েকশ কোটি টাকার পাথর।সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত টিম কাজ করছে।