দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সরাইলের কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদের দায়ে ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, September 25, 2025

সরাইলের কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদের দায়ে ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড


জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে অভিযানের সময় আদালত ঘটনাস্থলেই বসিয়ে দণ্ডাদেশ কার্যকর করা হয়।


উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদের গোপন অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ইউএনও-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে গুদামে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরই ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “সরকারি চাল গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ। কেউ যদি এগুলো অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং বেশি মুনাফা কামানোর চেষ্টা করে, আমরা তা বরদাস্ত করব না। প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে।”


উদ্ধারকৃত সরকারি চাল উপজেলা খাদ্য কর্মকর্তার তত্ত্বাবধানে খাদ্যগুদামে পাঠানো হয়েছে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ হয়েছে। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাজারে সরকারি চালের অপব্যবহার চলে আসছিল। প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপে জনগণের অধিকার রক্ষায় স্বস্তি ফিরেছে।


প্রশাসন জানিয়েছে, জনগণের স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।