জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক চাঞ্চল্যকর ঘটনায় একটি বিউটি পার্লারের ভেতরে ফেলে যাওয়া ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে আদালতপাড়ার বউ সাজ নামের একটি বিউটি পার্লারে ফেসিয়াল করাতে আসেন এক অজ্ঞাতপরিচয় নারী। সেবার মূল্য হিসেবে ১,৫০০ টাকা দেওয়ার কথা বললেও কাজ চলাকালীন সময়ে তিনি হঠাৎ মোবাইল ফোনে কথা বলতে বাইরে বের হন। এরপর আর ফিরে আসেননি।
কিছু সময় পর ব্যাগটি সন্দেহ হলে পার্লার কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রায় ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।
নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, “অস্ত্র ও জাল নোট জব্দ করা হয়েছে। তিনজনকে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, এটি সংঘবদ্ধ একটি চক্রের কাজ হতে পারে।
