নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের আনপুকুর থেকে মোমেন মিয়ার মাছের পুকুর পর্যন্ত রাস্তার কাজে টি অনিয়ম ও সঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এ সময় স্হানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতের স্পর্শে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই , সাইড ব্লকে সিমেন্টের পরিমাণ মতো না দেওয়ায় ভেঙ্গে যাচ্ছে প্রতিনিয়ত, একদিনের বৃষ্টিতেই ফেটে ঢলে পরছে খালে, এ বিষয়ে এলাকাবাসী বহুবার বললেও ঠিক করে দিবেন বলে আর দেখা নেই ঠিকাদারের।
স্হানীয়দের দাবী রাস্তাটি দীর্ঘ দিন যেন ব্যবহার করতে পারেন ও বাজেট মোতাবেক অনিয়ম যেন না হয়, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সেই দাবী জানান তারা।
এ বিষয়ে কন্ট্রাক্টর সোহেল এর সাথে কথা বললে তিনি জানান আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমরা আবারও যাবো, যেখানে সমস্যা সেটি আবার ঠিক করে দিবো।
এ বিষয় জানতে ইন্জিনিয়ারের দায়িত্বে থাকা কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি।