দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন কাজ শেষের পথে: নিরাপত্তা আশ্বাসের সঙ্গে এগোচ্ছে প্রকল্প - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, September 24, 2025

ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন কাজ শেষের পথে: নিরাপত্তা আশ্বাসের সঙ্গে এগোচ্ছে প্রকল্প


জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত চারলেন নির্মাণ প্রকল্প দ্রুত এগোচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কজনিত ভোগান্তিতে পড়া যাত্রীরা শিগগিরই সুবিধা পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।


সোমবার বিকেলে বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদার সংস্থার কর্মীরা নিরাপত্তার কারণে দেশে ফিরে গেছেন। জেলা প্রশাসক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। শিগগিরই তারা ফিরে এসে কাজ পুনরায় শুরু করবেন।”


সচিব জানান, প্রয়োজনীয় মালামাল একটি জাহাজে আসছে এবং প্রকল্প ম্যানেজারের তথ্য অনুযায়ী, আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে এই অংশের কাজ শেষ হবে। এতে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত পথের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।


পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।