দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, October 2, 2025

নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল এ অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর ইরা কাজীর বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক যুবব সাহেবনগর ইরা কাজীর বাড়ির স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।



নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আটককৃত খান সাহেব প্রায় সময় নদীপথে অস্ত্রের মহড়া দিত। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথ দিয়ে যাওয়ার সময় তার দিকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সে। খান সাহেবের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা, বিস্ফোরক মামলা ও অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা চলমান আছে।


ওসি আরও বলেন, অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খান সাহেবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এদিকে আটক খান সাহেবকে নিঃশর্ত মুক্তি দিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর গ্রামের সচেতন জনগণের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।