দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নতুন কমিটি ঘোষণা - durontobd

সংবাদ শিরোনাম

Thursday, 10 August 2023

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

রাজনীতি প্রতিবেদক :
যুবদল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন কমিটি ঘোষণা করেছেন।



যুবদল ঢাকা মহানগর উত্তরে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটুকে। আর সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
 
 
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন ও সদস্য সচিব হিসেবে রবিউল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।