দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে : র‍্যাব মহাপরিচালক - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 20 February 2024

কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে : র‍্যাব মহাপরিচালক


ক্রাইম প্রতিনিধি :
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।


র‍্যাবের মহাপরিচালক বলেন, কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে র‍্যাব জোরালোভাবে কাজ করছে। একইসাথে আকাশপথ ব্যবহার করে যারা দেশে মাদক আনছে তাদের বিরুদ্ধেও সংস্থাটি কাজ করছে বলেও জানান তিনি।


এম খুরশীদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে মাঠে সক্রিয় আছেন গোয়েন্দা সদস্যরা। এছাড়া, র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।


নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা ‘মাদকের সাতসতেরো’ ও ‘কিশোর গ্যাং’ নামক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।