July 27, 2025 দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। স্পট সিরাজগঞ্জ : বিএনপির ৮ নেতার পদ স্থগিত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 3 May 2025

স্পট সিরাজগঞ্জ : বিএনপির ৮ নেতার পদ স্থগিত


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুটি আলাদা বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির কয়েকটি ইউনিটের আট নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি।


একই অভিযোগে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। শুক্রবার (২ মে) দিবাগত রাতে এসব সিদ্ধান্ত জানানো হয় বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।


শনিবার বেলা ১১টায় তিনি ঢাকা পোস্টকে বলেন, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের সাত নেতা ও এনায়েতপুর থানার এক নেতাসহ মোট আটজনের পদ স্থগিত করা হয়েছে৷ এ ছাড়া অঙ্গ সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রথম বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলায় যেসব নেতার পদ স্থগিত করা হয়েছে তারা হলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোক্রী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী এবং বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাবু।


অন্যদিকে একই বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।


দ্বিতীয় আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে এনায়েতপুর থানার অন্তর্গত জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকারের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।