দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত - durontobd

সংবাদ শিরোনাম

Sunday, 29 June 2025

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত


রাজনীতি ডেস্ক :

বহিষ্কৃত বিএনপিনেতা আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ জনতা। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শামীম ওসমান পরিবারের সহযোগী বলে অভিযোগ পাওয়া গেছে।আজ রোববার (২৯ জুন) দুপুর ১টায় বন্দর উপজেলার মদনপুরে এই ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটায়। তারা হরিপুর বিদ্যুৎকেন্দ্রের বাইরে মুকুলকে বিবস্ত্র করে ফেলে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তখন জনতা তাঁকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে সম্বোধন করে শ্লোগান দেয়।মুকুল শামীম ওসমান পরিবারের সহযোগী ছিলেন বলেও অভিযোগ করে তারা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল থেকে টহলরত পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।