দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দেশে মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল - durontobd

সংবাদ শিরোনাম

Sunday, 29 June 2025

দেশে মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল


অর্থনীতি ডেস্ক :

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার।


আজ রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল ২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। এর আগে গত মঙ্গলবার দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২২৪ কোটি ৫৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৭৩০ কোটি ৬০ লাখ ডলার।