জাতীয় ডেস্ক :
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পরিণতির উদাহরণ তুলে ধরে সরকারি কর্মকর্তাদের সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৫ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা।
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ২০১৮ সালের সেই বিখ্যাত ‘লাইলাতুল নির্বাচন’-এর সময় যেসব ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তারা তখন ভেবেছিলেন পার পেয়ে যাবেন। কেউ কেউ অতিরিক্ত সচিব হয়েছেন, নানারকম সুযোগ-সুবিধাও নিয়েছেন। কিন্তু সেই সরকার এখন আর নেই। তাদের অনেকেই আজ দুঃসময় পার করছেন। সাবেক সিইসি নুরুল হুদার পরিণতির দিকে তাকান। এটাই ইতিহাসের শিক্ষা। দায়িত্ব পালনের সময় এসব উদাহরণ বিবেচনায় রাখতে হবে।
সরকারি কর্মকর্তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনে কে জয়ী হবে, কে হবে না—এটা নির্ধারণ করা কোনোভাবেই আপনাদের দায়িত্ব না। আগে থেকেই ধরে নেওয়া যে অমুক জয়ী হবে, তাই এখন থেকেই তার হয়ে কাজ করতে হবে—এটা সম্পূর্ণ ভুল ও বিপজ্জনক চিন্তা। নির্বাচন হবে সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে। বিজয়ীকে নির্বাচিত করবে জনগণ, আপনি-আমি নই।
জ্বালানি উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। কেউ জানে না আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না—তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে একটা বিষয় স্পষ্ট—যাদের বয়স ১৮ থেকে ২৫ বছর, তারা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। তারা কাকে ভোট দেবে, কার পক্ষে মন গড়বে—আমরা কেউই জানি না। কাজেই আগেভাগে পক্ষপাতিত্ব করলে সেটি হিতে বিপরীত হতে পারে।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা কেউই শক্তিশালী না। আমাদের আসল শক্তি হচ্ছে জনগণ। আমরা রাষ্ট্রের কর্মচারী, জনগণের টাকায় আমাদের বেতন হয়। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। কাজেই নির্বাচন নিয়ে অনৈতিক কোনো সিদ্ধান্ত বা তৎপরতা আমাদের পেশাগত দায়িত্বের পরিপন্থি।
জ্বালানি উপদেষ্টা বলেন, সাবধান থাকতে হবে—যেই জয়ী হোক, তার সঙ্গেই আমাদের রাষ্ট্রীয় কাজ করতে হবে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কাজ করব। কাউকে ‘মেহেরবানি’ করে নির্বাচিত করার চেষ্টা আত্মঘাতী হতে পারে।সভায় জেলা প্রশাসক হাসিনা বেগম সভাপতিত্ব করেন। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ জেলার সব সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।