রাজনীতি ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলা এবং উত্তেজনাকর পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মির্জা ফয়সালের প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে হামলায় তিনি অক্ষত রয়েছেন। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে।আজ শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা নিয়ে টালবাহানা শুরু করেন জেলা বিএনপির নেতারা। দীর্ঘ সময়েও ফলাফল না দিয়ে চলে যেতে চান তারা। এতেই ক্ষুব্ধ হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এতে উত্তজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় উপজেলা নেতাকর্মীরা জেলা বিএনপির নেতাদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেন।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা আরও জানান, একপর্যায়ে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা দিতে কেন্দ্রে যান সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল ঘোষণা করে ফিরে যাওয়ার সময় তাকে ধাওয়া দেন উপজেলার কিছু নেতাকর্মী। দ্রুত তিনি তার গাড়িতে উঠতে চাইলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় তার প্রাইভেটকার। এ সময় অন্যান্য নেতাকর্মীরা তাকে নিরাপত্তা দেন এবং হামলাকারীদের প্রতিরোধ করেন। এ সময় কমপক্ষে চারজন আহত হন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ‘উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে একটি হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কয়েকজন আহত হয় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়িতে হামলা চালানো হয়েছে। তবে রাতের অন্ধকারে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।’
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ভোটের ফলাফল ঘোষণা দিয়ে বের হওয়ার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়। তার গাড়ি ভাঙচুর করা হয়। যারা হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’