দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পাল্লেকেলের উইকেটে আজ প্রথম টি-২০ সন্ধ্যায় শুরু - durontobd

সংবাদ শিরোনাম

Thursday, 10 July 2025

পাল্লেকেলের উইকেটে আজ প্রথম টি-২০ সন্ধ্যায় শুরু

খেলা ডেস্ক :
টেষ্টের সিরিজে ১-০ ব্যবধানে হার, এরপর ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে হার। টেষ্টে আইসিসির তালিকায় বাংলাদেশ ১০ম দল আর  ওডিআই তালিকায় ৯ম স্থানে উঠেছে। এবার মিশন শুরু টি-২০ সিরিজে। 


আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলের উইকেটে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ খেলতে নামবে বাংলাদেশ।


এ যাবত কালে ১৮৮ টি-২০ ম্যাচে মাঠে নামা বাংলাদেশ জিতেেেছ মাত্র ৭২টি ম্যাচে, হেরেছে ১১২টি আর কোন ফলাফল হয়নি ৪ ম্যাচে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ খেলেছে মোট ১১টি তাতে জিতেছে বাংলাদেশ ৬টিতে। লঙ্কার বিপেক্ষ বাংলাদেম তাদের ঘরের মাঠে টি২০ খেলেছে মাত্র ৫টি, এতে জিতেছে ৩টি ম্যাচে। সব কয়টি ম্যাচই হয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বোতে। ২০১৭ সালের এপ্রিলে ৪৫ রানে, ২০১৮ সালের ১০ মার্চে ৫ উইকেটে আর ২০১৮ সালের ১৬ মার্চে ২ উইকেটে জয় তোলা বাংলাদেশের পাল্লেকেলের উইকেটে আজ প্রথম বার টি২০ খেলতে নামার অভিজ্ঞতা হবে।


সিরিজে তিনটি টি২০ ম্যাচই পাল্লেকেলের উইকেটে অনুষ্ঠিত হবে আজ প্রথমটি, ১৩ জুলাই দ্বিতীয় আর ১৬ জুলাই তৃতীয় ম্যািচ শেষে বাংলাদশে দেশের উদ্দেশ্যে বিমান ধরবে। এরপর এ মাসেই ঘরের মাঠে মিরপুরের উইকেটে ৩ ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবে পাকিস্তানের বিপক্ষে।