গানের পাশাপাশি নির্মাণেও সিদ্ধহস্ত জনপ্রিয় পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এবার তিনি ফিরছেন টিভি সিরিজ নিয়ে। ‘সিক্রেট ফাইল’-আমরা গোয়েন্দা নামের একটি গোয়েন্দা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
সংবাদমাধ্যমকে গায়ক বলেন, ‘গোয়েন্দা গল্পের ওপর আমার বিশেষ দুর্বলতা রয়েছে। অনেকদিন আগ থেকেই ইচ্ছা ছিল এ ধরনের গল্প নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের। সময়-সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে এটি নির্মাণ করতে যাচ্ছি। প্রথম সিজনের ৩৫ পর্বের শুটিংয়ের জন্য এখন লোকেশন খুঁজছি। আশা করছি, দর্শক ভিন্ন আয়োজনের একটি সিরিজ উপহার পাবেন।’
সিরিজটি পরিচালনার পাশাপাশি পাশাপাশি মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি। এ ছাড়া নতুন কিছু অভিয়নশিল্পীকে দেখা যাবে তার সিরিজে। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। বর্ষা মৌসুম শেষ হলেই এর দৃশ্যধারণ শুরু করবেন বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।
এদিকে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। অতিথিদের আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সবাই যে যার মতো করে উত্তর দিয়েছেন। অতিথিরা দেখলাম বেশ উপভোগ করেছেন আয়োজনটি। তখনই বুঝতে পেরেছি, আমি ভালো করতে পেরেছি।’