দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন - durontobd

সংবাদ শিরোনাম

Monday, 7 July 2025

সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন


খেলার মাঠে ডেস্ক :

আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব।
 


সাকিব ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এই দলে। সাকিবের মতোই সরাসরি চুক্তিতে নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে ফ্যালকন্স। বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে সবমিলিয়ে ৯ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।


এই তালিকায় আছেন সাকিব, নাসির, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র।



বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।


ডেট্রয়েট ফ্যালকন্স- 

সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।