দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ঝালকাঠির ৪ বিদ্যালয়ে পাসের হার শূন্য - durontobd

সংবাদ শিরোনাম

Friday, 11 July 2025

ঝালকাঠির ৪ বিদ্যালয়ে পাসের হার শূন্য


ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউ উত্তীর্ণ হতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।


ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউ উত্তীর্ণ হতে পারেনি।


এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সি‌দ্দিকী বলেন, ‘কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’