দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি’র বৈঠক - durontobd

সংবাদ শিরোনাম

Sunday, 13 July 2025

ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি’র বৈঠক


খেলার মাঠে রিপোর্ট 
এশিয়া কাপের আগে আগামী ২৪শে জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক  হওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভারত না এলেও বৈঠক ঢাকাতেই হবে। এখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। 



বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির বৈঠক আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, বৈঠকে (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন কিনা এই ব্যাপারে মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’


এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসির প্রধান পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন।  ২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে।