দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আখাউড়ায় : এনসিপির সংগঠনিক উপজেলা কার্যালয়ের পর্দা উন্মোচন - durontobd

সংবাদ শিরোনাম

Saturday, 5 July 2025

আখাউড়ায় : এনসিপির সংগঠনিক উপজেলা কার্যালয়ের পর্দা উন্মোচন


জহির শাহ্, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়। দলীয় পরিকাঠামো শক্তিশালীকরণ ও স্থানীয় নেতৃত্বকে সুসংহত করতে এই অফিসকে ঘিরে আশা ও অঙ্গীকারে মুখরিত হলো দিনটি।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মোঃ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি (দক্ষিণাঞ্চল)।

তার বক্তব্যে উঠে আসে— “গণমানুষের রাজনীতি করতে হলে জনপদের মাটির কাছাকাছি থাকতে হয়। এই কার্যালয় হবে সেই মাটির গন্ধ পাওয়া জায়গা।”


বিশেষ অতিথির তালিকায় ছিলেন:

আমিনুল ইসলাম, প্রধান সমন্বয়কারী, এনসিপি বিজয়নগর উপজেলা ও কাজী মোশাহেদ উল্লাহ, প্রধান সমন্বয়কারী, এনসিপি কসবা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:

এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য, আখাউড়া উপজেলা সমন্বয়ক কমিটি।


অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন দলের তৃণমূল সংগঠক ও নেতৃবৃন্দ—

তানভীর ইসলাম শাহিন, জমসিদ ভূইয়া, ফারহান সাকিব, রুবায়েত, শরিফ সরকার, কেফায়েত, আবুল হোসেন রাজু, সাগর মোল্লা, রতন, সহ প্রমুখ নেতা-কর্মী।


বিশেষ এই অনুষ্ঠানে নেতারা বলেন, এই অফিস শুধু একটি রাজনৈতিক ভবন নয়—এটা হবে এলাকার মানুষের অধিকার রক্ষার দুর্গ, গণতন্ত্রের চর্চাকেন্দ্র, এবং তরুণ নেতৃত্ব তৈরির ল্যাবরেটরি।

তারা আশ্বাস দেন, আখাউড়ায় এনসিপি হবে দুষ্ট রাজনীতির প্রতিরোধ ও গঠনমূলক বিকল্পের নাম।


এই কার্যালয় এখন শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, বরং এটি সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা, এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্মাণের মৌলিক পাটাতন।

জনতার সঙ্গে প্রতিনিয়ত সংলাপ ও সহানুভূতির সেতুবন্ধন গড়তে এনসিপি এখন মাঠে, এই কার্যালয়কে কেন্দ্র করে সেই কর্মসংস্কৃতি আরও সুদৃঢ় হবে।