দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ৫ বছর পর চীনা পর্যটকদের ভিসা দিচ্ছে ভারত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 23 July 2025

৫ বছর পর চীনা পর্যটকদের ভিসা দিচ্ছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক
৫ বছর পর পুনরায় চীনা পর্যটকদেরকে ভিসা দিচ্ছে ভারত। করোনা মহামারী ও ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ভিসা বন্ধ করে দেয় ভারত। বুধবার চীনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ২৪ জুলাই থেকে পুনরায় চীনা নাগরিকদের ভিসা প্রদান শুরু করবে ভারত। 


এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, এক বিবৃতিতে চীনে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, অনলাইনে এপ্লিকেশন পূরণের মাধ্যমে চীনের নাগরিকরা পর্যটক ভিসার জন্য জন্য আবেদন করতে পারবেন। করোনা মহামারী ও ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এরপর বেইজিং ধীরে ধীরে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা দেয়া শুরু করলেও, সাধারণ ভ্রমণ সীমিত ছিলো। 


১৯৬২ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে পৌছায়। কয়েক দফা কূটনৈতিক আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সংঘর্ষের পর উভয় পক্ষ তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। এ বছরের শুরুতে ভারত ও চীন পুনরায় সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করে। এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, ভারত ও চীন একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণে কাজ করা দরকার।