দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পাকিস্তান স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন থেকে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 31 July 2025

পাকিস্তান স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন থেকে


আন্তর্জাতিক ডেস্ক 
চীন থেকে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানায়, চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।



মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামের বড় অর্জন বলে বর্ণনা করেছে।



পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ওপর নজর রাখবে। বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা।



চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।



এর আগে ২০১৮ সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট পিআরএসএস-ওয়ান পাঠিয়েছিল পাকিস্তান। নতুন পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের ৫টি স্যাটেলাইট রয়েছে। এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।