জাতীয় প্রতিবেদক :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর শারীরিক অবস্থা দেখে ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর কাকরাইলে গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
পরে দ্বিতীয় দফায় উভয়পক্ষে সংঘর্ষে জড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে কয়েকটি জখম রয়েছে, নাকের হাড় ভেঙেছে।