ক্রাইম প্রতিবেদক :
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর ময়মনসিংহে উপজেলার কল্পা এলাকার একটি মেহগনি বাগান থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধারের পর জানা গেছে, ওই পুলিশ সদস্য বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ণ রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা বলেন, ‘নিহত সাদ্দাম হোসেন সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। বিকেলে মেহগনি বাগানে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
পুলিশ সুপার মাছুম আহমেদ আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দড়িজাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্তে একাধিক টিম কাজ করছে। আশা করি দ্রুতই রহস্যভেদ হবে।’
