দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ফাইনালে সিলেট, তাই ইতিহাস নেই - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 15, 2023

ফাইনালে সিলেট, তাই ইতিহাস নেই

খেলার প্রতিবেদক :

এবার নিয়ে ৯ম বিপিএল আসর কাল শেষ হবে। টানা প্রায় দেড় মাস ধরে বিপিএলের লীগ পর্ব আর এ্যালিমেন্টের ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ১ ও ২ শেষ। যে কোন ২টি দল ফাইনালে খেলবে এটাই স্বাভাবিক, সেটাই হয়েছে। কিন্তু এর মধ্যে বিশেষত্ব হচ্ছে সিলেট ফাইনালে টিকিট পেয়েছে।

২০১২ থেকে ৮টি আসর হয়ে গেছে, কোন আসরেই লড়াই করার মতো দল বানাতে পারেনি সিলেট। এবারই মতো বার বিপিএলের ফাইনালে সিলেট খেলছে।

সেটা সম্ভব হয়েছে মাশরাফির মতো জাদুকরের হাতের ছোঁয়াতে। কারণ সিলেট দলটিতে অন্য দল গুলোর মতো ম্যাচ উইনারের অভাব প্রকট। তারপরও সিলেট পেরেছে কেবল মাশরাফির কল্যাণে।

এবার প্রশ্ন এসেছে, পারবে কি সিলেট? সেটা একটা বড় গবেষণার বিষয়। টি২০ ম্যাচে যে দল ভখাল খেলবে সে দলই সেদিন জিতবে। এটা প্রচলিত বাক্য বটে। কিন্তু শক্তির বিচারে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা অনেকটা এগিয়ে।

সেটা অভিজ্ঞতা বলি আর শক্তিতে বলি, দুই জায়গাতেই এগিয়ে। এক দিকে কুমিল্লা এবার নিয়ে ৪ বার শিরোপা জয়ের দরজায় কড়া নাড়ছে। অন্যদিকে ৯ম বিপিএল আসরে লীগ পর্বে ২ বারের মোকাবেলাতে ১ বার হেরেছে ১ বার জিতেছে।
আর কোয়ার্টার ফাইনালে এই সিলেটকেই ৪ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে এসেছে কুমিল্লা। 

তবে শক্তি আর অভিজ্ঞা দুই দিকেই কুমিল্লা এগিয়ে থাকলেও সিলেট যেহেতু ফাইনালে এসেছে তাই কেউ কাউকে সহজে ছেড়ে দেবে না। লড়াই হবে, এখন অপেক্ষার পালা।