খেলার প্রতিবেদক :
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ফুটবলের তরুণী বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ও চট্টগ্রাম। ঢাকা, রংপুর বিভাগ সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিল আগেই।
বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে সোমবার রাজশাহী বিভাগ ১০-০ গোলে উড়িয়ে দেয় বরিশাল বিভাগকে। বিজয়ী দলের পপি একাই পাঁচটি গোল করেন। ৫০, ৫৩, ৬৭, ৭৪ ও ৭৭ মিনিটে গোলগুলো করেন পপি। ফাল্গুনি করেন তিন গোল- ১২, ১৫ ও ৫০ মিনিটে। এছাড়া আসমা, মৌমিতা ও সুমি একটি করে গোল করেন।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম বিভাগ টাইব্রেকারে ৪-১ গোলে হারায় ময়মনসিংহ বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। ময়মনসিংহের রোয়েজা ৩৪তম মিনিটে ও ৬৮ মিনিটে খ্রানুচিং মারমা একটি করে গোল করেন। চট্টগ্রামের দুই গোলদাতা মারুফা ও সেলিনা আক্তার।
আগামী বুধবার তরুণীদের ফুটবলে দুটি সেমিফাইনাল হবে। প্রথম সেমিফাইনালে লড়বে ঢাকা ও রাজশাহী। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে রংপুর ও চট্টগ্রাম বিভাগ।
