দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। তামিম-সাকিব প্রসঙ্গ পেছনে ফেলে প্রস্তুত টাইগার বাহিনী - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

তামিম-সাকিব প্রসঙ্গ পেছনে ফেলে প্রস্তুত টাইগার বাহিনী

খেলার প্রতিবেদক :
কাল বাদে পরশু ১ মার্চ মিরপুরের উইকেটে ইংল্যান্ড বধের মিশণে নামবে টিম বাংলাদেশ। সবে মাত্র টি২০ বিপিএল শেষ করে ক্রিকেটারা আবার মাঠে নেমেছে। তবে আবার পরিবেশ আর পরিস্থিতি আলাদা ও ভিন্ন।

কারণ এবার সিরিজ শুরুর আগেই আরেকটি বিষয় নিয়ে আলোচনায় শীর্ষে আছে। সেটা হলো তামিম-সাকিব দ্বন্ধ। এর সাথে যোগ হয়েছে ক্রিকেটারদের অপছন্দের কোচ হাথুরাসিংহে। সব মিলিয়ে একটা গুমোট ভাব রিরাজ করছে টাইগার বাহিনীর ভেতরে।

এর মধ্যেই আজ সিরিজের আগে অনুশীলনে নামে দুৃপুর ২টায়। মিরপুরের উইকেটে তামিম বাহিনী জিম করে চলে যায় ইনডোরে।  সেখানে হাথুরার অধীনে চলে নেটে ব্যাটিং অনুশীলন। লিটন, তামিম আর সাকিবের দিকেই বেশি নজর দিতে দেখা গেল কোচ হাথুরাকে।

এর মাঝেই আলাদা ভাবে একটি দৃশ্য নজরে আসে। পেস তারকা তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান দুই জনে মিলে উইকেটে বোলিং নিয়ে গবেষণায় মত্ত ছিল, মিডিয়ার চোঁখ এড়ানি।

কারণ ইংল্যান্ড বধে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুই অস্ত্রের নাম তাসকিন আর মুস্তাফিজ। এ দুই জনের আলোচনা আর গবেষণা যাই হউক তা ওডিআই সিরিজে কাজে আসবে বলেই প্রতাশা।
তবে এই প্রত্যাশা বাস্তবে রুপদান দেয়া সহজ কাজ না। 

কারণ ২০০১ সালে থেকে ২০২৩ সাল অবদি বাংলাদেশ ইংলিশদের বিপক্ষে মোট ২১টি ওডিআই খেলেছে। তাতে হেরেছে ১৭টি আর জয় তুলেছে মাত্র ৪টিতে।

যে ৪টি ম্যাচে বাংলাদেশ জিতেছে তার মধ্যে ২টি নিজেদের ঘরের মাঠে। ২০১০ সালে ব্রিস্টলে ৫ রানে,  ২০১১ সালে বিশ্বকাপ আসরে চট্টগ্রামে ২ উইকেটে, ২০১৫ সালে বিশ্বকাপের আসরে এ্যাডিলাইড ওভালে ১৫ রানে এবং ২০১৬ সালে মিরপুরের উইকেটে ৩৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। 

যেহেতু দেশের বাইরে বড় আসরে দুই বার ইংলিশদের বধ করা গেছে এবং শেষ বার ে২০১৬ সালে মিরপুরের উইকেটে জয় পেয়েছে তামিমরা তাই স্বপ্নটা অবাস্তব মনে হচ্ছে না।