খেলার প্রতিবেদক :
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এরহ্যান্ডবল তরুণী বিভাগের খেলায় সোমবার ঢাকা বিভাগ ৩৩-৩ গোলে বরিশালকে, খুলনা ২৫-১ গোলে সিলেটকে, রাজশাহী ২৬-৫ গোলে চট্টগ্রামকে, ময়মনসিংহ ৬-০ গোলে সিলেট বিভাগকে, ঢাকা ১৫-১৪ গোলে রাজশাহীকে, খুলনা ১৩-৩ গোলে ময়মনসিংহকে, চট্টগ্রাম ১৭-৩ গোলে বরিশালকে পরাজিত করে।
%20Against%20Barishal..jpg)