দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুব গেমস হ্যান্ডবল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

যুব গেমস হ্যান্ডবল

খেলার প্রতিবেদক : 

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এরহ্যান্ডবল তরুণী বিভাগের খেলায় সোমবার ঢাকা বিভাগ ৩৩-৩ গোলে বরিশালকে, খুলনা ২৫-১ গোলে সিলেটকে, রাজশাহী ২৬-৫ গোলে চট্টগ্রামকে, ময়মনসিংহ ৬-০ গোলে সিলেট বিভাগকে, ঢাকা ১৫-১৪ গোলে রাজশাহীকে, খুলনা ১৩-৩ গোলে ময়মনসিংহকে, চট্টগ্রাম ১৭-৩ গোলে বরিশালকে পরাজিত করে।