দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্যাডমিন্টনের সেমিফাইনাল ও ফাইনাল কাল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

ব্যাডমিন্টনের সেমিফাইনাল ও ফাইনাল কাল

খেলার প্রতিবেদক :

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’-এর ব্যাডমিন্টন ডিসিপ্লিনের ফাইনাল আগামীকাল মঙ্গলবার। এদিন শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ ও তরুণীদের একক এবং দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সোমবার তরুণ এককের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব ২১-৮, ২১-৬ (২-০ সেট) পয়েন্টে রাজশাহীর সিয়াম সাদমানকে, ঢাকার শেখ সাগর ২২-২০ ও ২১-১৪ (২-০ সেট) পয়েন্টে খুলনার সৈকত হাসানকে, চট্টগ্রামের আবদুল আওয়াল ২১-১৩, ১৯-২১ ও ২১-১৭ পয়েন্টে (২-১ সেট) রাজশাহীর মো. রতনকে এবং সিলেটের শাহেদ আহমেদ ২১-১৮, ১৮-২১ ও ২১-১৭ (২-১ সেট) পয়েন্টে বরিশালের রাজু আহমেদকে হারিয়ে সেমিফাইনালে উঠে।

তরুণীদের কোয়ার্টার ফাইনালে খুলনার শেখ প্রিথা ২১-৪ ও ২১-৮ (২-০ সেট) পয়েন্টে ময়মনসিংহের মাইশা মুমতাজকে, ঢাকার তানজিলা মাহমুদ ২১-৪ ও ২১-৮ পয়েন্টে (২-০ সেট) রংপুরের জিতুকে, রাজশাহীর সিনথিয়া খানম ২১-১৭ ও ২১-১৪ পয়েন্টে (২-০ সেট) চট্টগ্রামের আয়নানকে এবং খুলনার মাধুর্য্য বিশ্বাস ২১-৭ ও ২১-১০ পয়েন্টে (২-০ সেট) সিলেটের আসিম মিথিলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।