বিপিএল ফাইনাল কাল। বিপিএল থেকে রাতে ঘোষণা এলো ফাইনালের আগে দুপুর ৩টায় শুরু হবে কনসার্ট। যেটা বিপিএল উদ্বোধনী দিনে করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।
অবশেষে বিপিএলের শেষ বেলায় বিপিএল কনসার্ট দিয়ে আসর শেষ করছে।
বিপিএলের ঘোষণা মতে, কাল দুপুর ৩টায় মিরপুর স্টেডিয়ামে গান গাইবে মাকসুদ, ওয়ার্ফেজ আর বিথ্যাত জেমস।
ঘোষণা অনুয়ায়ী মিরপুর স্টেডিয়ামের গেইট খোলো হবে দুপুর ১টায়
