খেলার প্রতিবেদক :
২০২৩ বিপিএল শিরোপাী কে জিতবে? শেষ হাসিটা কাল কে হাসবে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি সিলেট স্ট্রাইকার্স? মাশরাফী বিন মোর্ত্তজা নাকি ইমরুল কায়েস?
কিন্তুু কাল ফাইনালে কোন দল কতটা পুরস্কার পাবে আর কোন ক্রিকেটার কত টাকা পাবে, এর আগাম ঘোষণাটা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
রাতে এক বিজ্ঞপ্তিতে দেয়া ঘোষনা মতে -
১. ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ৫,০০,০০০/- টাকা (পাঁচ লাখ টাকা)
২. টুর্নামেন্টের সেরা ফিল্ডার ৩,০০,০০০/- টাকা (তিন লাখ টাকা)
৩. টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ৫,০০,০০০/- টাকা (পাঁচ লাখ টাকা)
৪. টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার ৫,০০,০০০/- টাকা (পাঁচ লাখ টাকা)
৫. টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ১০,০০,০০০/- (টাকা দশ লক্ষ)
৬. চ্যাম্পিয়নদের প্রাইজ মানি বাংলাদেশী টাকায় ২,০০,০০,০০০/- (দুই কোটি টাকা)
৭. রানার-আপ প্রাইজ মানি বাংলাদেশী টাকায় ১,০০,০০,০০০/- (এক কোটি টাকা)
সূত্র : বিসিবি
