রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম থেকে :
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিও প্রতিবাদে এবং ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বিকেল ৪টায় কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পদযাত্রাটি শহরের কালিবাড়িতে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান ও ব্যারিষ্ট্রার রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা, সরকারের প্রতি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং ১০দফা দাবি আদায়ের আহŸান জানান। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন।