ক্রাইম প্রতিবেদক :
এক সময় রাজধানী পুরাতন ঢাকায় বিএনপির রাজনীতির সাথে লেপ্টে ছিলেন। ওয়ান ইলেভেন মামলার আসামীও তিনি।
২০০৭ সালের আগে তৎকালিন বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ডান হাত বলে পরিচিত মোস্তাফিজুর রহমান এখন পিরোজপুরের শিকদার মল্লিক গ্রামের সাধারণ মানুষের কাছে আতংকের নাম।
২০০৭ সালের পর ঢাকা ছেড়ে পাড়ি জমিয়েছে নিজ গ্রামের বাড়ীতে। কেন রাজধানী ছেড়ে গ্রামে চলে যাওয়া? তদন্তে বেরিয়ে এসেছে চমকপদ তথ্য। বিএনপির পুরাতন ঢাকার এই কর্মী মোস্তাফিজুর রহমান ২০০৭ সাল অবদি ঢাকায় একাধিক মামলার আসামী ছিলেন। তিনি সাজাও খেটেছেন বলে পিরোজপুরের স্থানীয় সূত্র থেকে জানা গেছে।
২০০৭ সালের পর বিএনপি ক্ষমতা থেকে নেমে গেলে মোস্তাফিজুর রহমান গ্রামে বাড়ীতে আখড়া বানিয়ে বসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা +জেলা পিরোজপুর, গ্রাম+পোস্ট শিকদার মল্লিকের অধিবাসী আঃসোবাহান হাওলাদার ছেলে মোস্তাফিজুর রহমানের মায়ের নাম মরিয়ম বেগম।
শিকদার মল্লিক গ্রামের স্থানীয় মানুষের অভিযোগ, মোস্তাফিজুর বর্তমানে কোন কাজ করে না। কিন্তু সংসার চলছে চোঁখে পড়ার মতো দ্রুগ গতিতে। গ্রামের হেন কোন কাজ নেই মোস্তাফিজুর যা করে না। ও এই এলাকার কোন মানুষের মাইয়া পোলার বিয়ে দিতে দেয় না।
এছাড়া ওর ইনকাম নাই কিন্ত সংসার চালায় গোপনে অস্ত্র ব্যাবসা করে আর সাথে মাদকের সাথে যোগাযোগ না-কি বহু বছরের। যখন রাজধানীতে ছিলেন তখনও তার নামে অস্ত্র লেনদেনের অনেক গল্প প্রচলিত ছিল।
এই মোস্তাফিজুরের অত্যাচারে অতিষ্ঠ পিরোজপুরের শিকদার মল্লিক গ্রামে মানুষরা। প্রতিকার চায় সাধারণ মানুষ।
