দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কক্সবাজারে শেষ হল অনূর্ধ্ব ১৬ দলের পেসাপালো খেলা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 15, 2023

কক্সবাজারে শেষ হল অনূর্ধ্ব ১৬ দলের পেসাপালো খেলা

কক্সবাজার প্রতিবেদক :

বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের আয়োজনে গত ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ কক্সবাজার জেলায় প্রায় ৪০জন অনূর্ধ্ব ১৬ দলের খেলোয়াড় নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প ও একটি প্রদর্শনীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।  

সম্পূর্ণ অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় দলে নিযুক্ত কোচ ফিনল্যান্ডের মিঃমিক্কো পিরহনেন দ্বারা পরিচালিত হয়।  

২০১৯সালে ইন্ডিয়া পুনেতে অনুষ্ঠিত ১০তম পেসাপালো বিশ্বকাপে বাংলাদেশ দল ফিনল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়। আগামী ১১তম বিশ্বকাপ ২০২৩,জুলাই মাসে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে।

আর  উক্ত বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ জাতীয় দল ফিনল্যান্ডের আন্তর্জাতিক কোচ দ্বারা গত ২৬ই জানুয়ারি হতে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন মাঠে একমাসের দীর্ঘমেয়াদী জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প করে আসছে।   

তারই ধারাবাহিকতায় পেসাপালো খেলাটি তৃণমূল পর্যায় প্রসারের লক্ষে বিপিএ এর উদ্যোগে বিদেশী কোচ দ্বারা কক্সবাজার জেলায় প্রায় ৪০জন অনূর্ধ্ব ১৬ খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় দুই দিনের প্রশিক্ষণ ক্যাম্প ও প্রদর্শনীয় ম্যাচ।

এসময় বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব তালহা জুবায়ের ও এসোসিয়েশনের সদস্য কক্সবাজার জেলা প্রতিনিধি জনাব আব্দুস সত্তার জয় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম,ড্রেস ও পুরষ্কার বিতারন করেন।   

বিপিএ সাধারণ সম্পাদক বলেন, পেসাপালো খেলাটি এই এই প্রজন্মের জন্য উপযোগী ও খুবই সম্ভাবনাময়। বেসবলের মত দেখতে হলেও নিয়মগুলো সহজ আর ধরণে রয়েছে ভিন্নতা যা খুব সহজেই আয়ত্ত করা যায়। আক্রমণাত্মক খেলা ক্রিকেট চেয়ে অনেক বেশি ভিন্ন গতি এবং কৌশলগত মাত্রা দেয় এবং ফিল্ডিং দলকে প্রতিরক্ষামূলক পরিকল্পনা এবং প্রত্যাশার সাথে ব্যাটসম্যানের পছন্দগুলি প্রতিহত করতে বাধ্য করা হয় তখন খেলা একটি মানসিক চ্যালেঞ্জ হয়ে ওঠে।বিশেষ করে প্রতিটি মুহূর্ত খেলাটি আক্রমণাত্মক ও গতিশীল হয়ে থাকে। কৌশলগুলো অনেকটা ক্রিকেটের সাথে মিল যা মুহূর্তগুলো খেলোয়াড় কে কৌতূহলের পাশাপাশি  আনন্দ ও  উপভোগ্য করে তোলে। সঠিক পরিকল্পনা ও উৎসাহ পেলে তরুণ প্রজন্ম আরো বেশি খেলাদুলার প্রতি আকৃষ্ট হবে যা শারীরিক ও মানসিক মেধাবিকাশের পাশাপাশি শক্তিশালী একটি জাতি তৈরিতে সহযোগী হবে।