খেলার ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপিএলের পর মার্চের আগে আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ঢাকা তো প্রথম পর্বেই বাদ, ঢাকার পেসারন তাসকিনের আপাতত কোন কাজ নেই। তাই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার ফ্লাইটে হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই তারকা পেসার।
তাসকিনের ওমরাহ করতে যাওয়ার খবর দুরস্ত বিডিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান। এদিকে তাসকিনের সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। অপি নিজেই জানিয়েছেন ওমরাহ হজ পালন করতে যাওয়ার কথা।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর আবারো দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। যদিও রোববার বিপিএলের আসর থেকে থেকে ছিটকে গেছে ফরচুন বরিশাল।
সূত্র : বিপিএল
