সরকার নিজ দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকের সদস্যদের নিয়ন্ত্রণ করতে আপ্রাণ চেষ্টা করছে। যার প্রতিফলন হিসেবে দুই দিন আগে ২১ জন ছাত্রলীগ সদস্যকে বহিঙ্কার করা হয়েছে। কিন্তু তাতেও থামছে না ছাত্রলীগের অনৈতিক কার্যক্রম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর রাতে ত্রিমুখী সংঘর্ষের জের এখনও চলছে। সংঘর্ষে জড়ানো গ্রুপগুলো হলো বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন।
গেল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ছাত্রলীগের বগিভিত্তিক উপপক্ষগুলোর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। চলে দিবাগত রাত দেড়টা পর্যন্ত। এর জের এখনও রয়ে গেছে বলে জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীরা এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। দলের শীর্ষ নেতাদের কঠোর নিয়ন্ত্রণের কারণে আপাতত কোন্দল থেমে আছে। যে কোন সময় আবারো তা নতুন রূপ নিতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
সরজমিনে তদন্তে পাওয়া তথ্য মতে, বিজয়ের অনুসারী, সিএফসির অনুসারী এবং সিক্সটি নাইনের অনুসারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুল সমস্যা তৈরি করছে।
